আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন । আশা করি সবাই ভাল আছেন।
আজকে আপনাদের কিছু এসইও টিপস (SEO Tips) দিব সেগুলো ফলো করলে আপনি গুগল সার্চের first page র্যাংক করতে পারবেন।
তো চলুন শুরু করা যাক।
এসইও টিপস১। Long-Tail keyword বাছাই করুন
আপনার সাইটটি যদি নতুন হয় তাহলে আপনাকে লং টেইল কীওয়ার্ড বাছাই করতে হবে। কারণ আপনার সাইটটি নতুন। আপনার সাইটে কোন অথরিটি নেই। তাই আপনি যদি কঠিন কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখেন তাহলে সেগুলো রেংক করতে পারবেন না।
তাই আপনাকে লং টেইল কীওয়ার্ড নিয়ে প্রথমে আর্টিকেল লিখতে হবে যার কম্পিটিশন অনেক কম। লং টেইল কীওয়ার্ড খুঁজে বের করার জন্য অনেক টুল রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন।
Answer The Public একটি Free Tool। এই টুল দিয়ে আপনি অনেক লং টেইল কীওয়ার্ড খুঁজে বের করতে পারবেন যেগুলো আসলে কোশ্চেন রিলেটেড।
লং টেইল কীওয়ার্ড গুলো সাধারণত তিন থেকে পাঁচ শব্দের হয়। এবং এর কম্পিটিশন অনেক কম হয়।
তাই আপনি যদি লং টেইল কীওয়ার্ড সিলেক্ট করেন তাহলে আপনি খুব সহজেই Rank করতে পারবেন
আরো পড়ুন
১২ টি গুরুত্বপূর্ন ব্লগিং টিপস সফল ব্লগারদের জন্য
ব্লগ লিখে আয় করার সেরা ৪ টি সহজ উপায়
অনলাইন ইনকামঃ অনলাইন থেকে টাকা আয় করার সেরা উপায়
Affiliate Marketing Bangla: কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন
Google Adsense কি বাংলা সাপোর্ট করে?
এসইও টিপস২। On-page SEOদিয়ে কন্টেন্ট অপটিমাইজ করুন
অনপেজ এসইও হচ্ছে SEO এর ফাউন্ডেশন। আপনি অনপেজ এসইও ভুল করলে যতই off page SEO করেন না কেন আপনি google rank করতে পারবেন না।
অনপেজ এসইও তে আপনাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
অনপেজ এসইও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইটেল। টাইটেলের সবসময় কিওয়ার্ডটি প্রথমে রাখার চেষ্টা করবেন। টাইটেল H1 Tag এ রাখবেন এবং সাবটাইটেল গুলো H2 tag রাখবেন।
আর্টিকেলের প্রথম 100 শব্দের ভিতর আপনার কী-ওয়ার্ডটি ব্যবহার করবেন ।
এবং আপনার আর্টিকেলে কমপক্ষে ছয় থেকে সাত বার মেইন কি ওয়ার্ড টি ব্যবহার করার চেষ্টা করবেন
এসইও টিপস ৩) InterLink করুন
Interlinking এসইওর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারলিনকিং বলতে বুঝায় আপনার ওয়েব সাইডের ভিতর যেসব পেইজ রয়েছে সেগুলো একে-অপরের সাথে লিংক করা।
গুগোল Rank করতে ইন্টারলিংকিং খুবই সহযোগিতা করে। আপনার ওয়েবসাইটে যদি ইন্টারলিংকিং করা না থাকে এখন ইন্টারলিংক করে ফেলুন এবং এটি আপনার ওয়েবসাইটকে অনেক সাহায্য করবে।
উদাহরণস্বরূপ wikipedia.com দেখুন।
তারা খুবই আগ্রেসিভলি ইন্টারলিংক করেছে।
আপনাকে ঠিক একইভাবে ইন্টার লিংকিং করতে হবে।
এসইও টিপস ৪) Site Speed Matter
Site Speed একটি গুরুত্বপূর্ণ বিষয় SEOএর জন্য। আপনার ওয়েবসাইটের স্পিড যদি তিন সেকেন্ডের বেশি হয়ে থাকে তাহলে রেংকিং এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি পিছিয়ে পড়বে।
তাই সবসময় খেয়াল রাখা উচিত আপনার সাইটটি যেন তিন সেকেন্ডের আগেই লোড হয়।
তিন সেকেন্ড আগে লোড না হলে আপনার সাইট স্পিড বাড়াতে হবে।
সাইট স্পিড বাড়ানোর সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে হোস্টিং পরিবর্তন করা।
আপনার সাইটটি ভালো একটি ওয়েব হোস্টিং হোস্ট করুন। আপনার সাইটে যে ইমেজ গুলো রয়েছে সেগুলো কম্প্রেস করে দিন।
আপনি সাইট স্পিড চেক করতে পারবেন। কিছু ফ্রী টুল দিয়ে। Site Speed Cheeker লিখে গুগলে সার্চ করলে আপনি সেগুলো পেয়ে যাবেন।
সেই টুল গুলোতেও বলা আছে যে আপনার কোথায় ওয়েবসাইটের ইম্প্রুভ করতে হবে এবং সেগুলো ইমপ্রুভ করলে আপনার স্পিড বৃদ্ধি পাবে।
৫। ব্যাকলিংক তৈরী করুন
আপনি কি বলতে পারবেন এসইওর সবচেয়ে কঠিন এবং কার্যকরী পদ্ধতি কোনটি?
হ্যাঁ, Backlink।
ব্যাকলিংক বলতে বুঝায় ভোট। আপনি অন্য সাইট থেকে একটি লিংক পেলেন মানে একটি ভোট পেলেন। আপনি যত ভোট পাবেন তত আপনার রেংকিং ইম্প্রভ হবে ।
ব্যাকলিংক তৈরী করার জন্য অনেক পদ্ধতি রয়েছে তার মধ্যে আমি কিছু পদ্ধতি এখানে আলোচনা করছি
এখন বলতে পারেন কিভাবে ব্যাকলিংক তৈরি করব? ব্যাকলিংক তৈরি করার অনেক পদ্ধতি রয়েছে তার মধ্যে আমি কিছু সহজ ব্যাকলিংক তৈরি করার পদ্ধতি এখানে আলোচনা করছি।
ব্লগ কমেন্টিং
ব্লগ কমেন্ট করে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন।
সেজন্য আপনাকে আপনার নিস রিলেটেড ব্লগগুলোতে যেতে হবে এবং কমেন্ট করতে হবে।
আপনাকে অবশ্যই ইনফরমেটিভ কমেন্ট করতে হবে। সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক করার একটি অপশন আছে সেই সেই জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন এবং কমেন্ট এ ক্লিক করে ব্যাকলিংক নিয়ে নিবেন।
প্রফাইল ক্রিয়েশন
আপনি প্রফাইল ক্রিয়েট করে ব্যাকলিংক নিতে পারেন। অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার নিজস্ব প্রোফাইল তৈরি করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আপনার প্রোফাইলে ওয়েবসাইটের লিংক এড করার সুবিধাও দেয়।
আপনি সেখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক এড করে প্রোফাইল লিংক নিতে পারেন।
Guest Posting.
গ্যাস পোস্টিং বলতে বোঝায় আপনি অন্যের ওয়েবসাইটে আর্টিকেল লিখে লিংক নেওয়া।
অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনাকে পোস্ট লিখতে দিবে তাদের ওয়েবসাইটে।
আপনি সেখানে আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটের লিংক নিতে পারেন।
৬। Fix Broken Link
আপনার ওয়েবসাইটে অনেক Broken link থাকতে পারে।
Broken link বলতে বুঝায় আপনার ওয়েবসাইটে আপনি এমন কিছু link আছে যেখানে ক্লিক করলে Error মেসেস দেখায়।
এই লিংকগুলো গুগোল পছন্দ করেনা। তাই আপনাকে Broken link গুলো রিমুভ করতে হবে।
Broken link খোজার জন্য অনেক টুল রয়েছে । আপনার ওয়েবসাইটটি wordpress এ তৈরি করা হয়ে থাকে তাহলে আপনি প্লাগিন ব্যবহার করে Broken link ফিক্স করতে পারবেন।
Broken link আপনার ওয়েবসাইটের জন্য অনেক ক্ষতিকারক। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার ওয়েবসাইট থেকে Broken link গুলো রিমুভ করে দিন।
৭। আপনার আর্টিকেলে ভিডিও এড করুন
মাল্টিমিডিয়া কনটেন্ট অনেক হেল্পফুল গুগোল রেংকিং এর জন্য। তাই যত সম্ভব আপনি মাল্টিমিডিয়া কনটেন্ট যেমন ভিডিও images ব্যবহার করুন।
প্রত্যেকটা কনটেন্টে কমপক্ষে দুই থেকে তিনটি মাল্টিমিডিয়া কনটেন্ট রাখুন।
আপনি চাইলে প্রত্যেকটি কনটেন্ট একটি করে ভিডিও এড করতে পারেন। আপনি বলতে পারেন আমারতো ভিডিও নেই তাহলে আমি কিভাবে ভিডিও এড করবো?
আপনি অন্যের ভিডিও এড করতে পারেন এতে কোন সমস্যা নেই।. ইউটিউবে আপনার কনটেন্ট রিলেটেড অনেক ভিডিও পাবেন সেগুলো থেকে ভালো ভিডিও বাছাই করে আপনার আর্টিকেল অ্যাড করে দিন এতে আপনার আর্টিকেল র্যাংক করতে সহজ হবে।
৮। প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করুন।
প্রতিনিয়ত কন্টেন্ট মেইক করা SEO র জন্য অনেক হেল্পফুল।
আপনি প্রতি সপ্তাহে 3 থেকে 5 টি কনটেন্ট ক্রিয়েট করতে পারেন আপনার ব্লগের জন্য। এতে করে আপনার ব্লগের উপর গুগলের ট্রাস্ট বেড়ে যাবে। কন্টেন্ট ক্রিয়েট করার পর আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং কিছু কমেন্ট ব্যাকলিংক করবেন।
এভাবে আপনার ওয়েবসাইটের অথরিটি অনেক বাড়িয়ে দিতে পারবেন।
আর কনটেন্টগুলো হতে হবে অবশ্য ইউনিক কন্টেন্ট। আপনি যদি কনটেন্ট কপি করে আপনার ব্লগ পোষ্ট লেখেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের ট্রাস্ট অনেক কমে যাবে।
তাই সবসময় চেষ্টা করবেন ইউনিক কন্টেন্ট লেখার জন্য।
৯। ইমেজে কিওয়ার্ড ব্যবহার করুন
আমরা অনেকেই আছি যারা শুধু ইমেজ আপলোড করি কিন্তু ইমেজকে অপটিমাইজ করিনা। ইমেস অপ্টিমাইজেশন গুগোল রাঙ্কিং এ অনেক বেশি ভূমিকা রাখে। তাই আপনাকে সবসময় ইমেজ অপ্টিমাইজেশনকরতে হবে।
ইমেজে SEO করার জন্য আপনার ইমেজের ALT text এ আপনার কনটেন্ট এর মেইন কী-ওয়ার্ডটি এড করে দিতে হবে।
ইমেজের ফাইল নেমে আপনার কনটেন্ট এর মেইন কি ওয়ার্ড এড করতে হবে।
আজকে এ পর্যন্তই। আশা করি আজকের এসইও টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে।
এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লীজ এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন এবং আপনার বন্ধুদের কে জানাতে সহযোগিতা করুন।
আরো পড়ুন
১২ টি গুরুত্বপূর্ন ব্লগিং টিপস সফল ব্লগারদের জন্য
ব্লগ লিখে আয় করার সেরা ৪ টি সহজ উপায়
অনলাইন ইনকামঃ অনলাইন থেকে টাকা আয় করার সেরা উপায়
Affiliate Marketing Bangla: কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন