কপি-পেস্ট ভিডিও

কপি-পেস্ট ভিডিও বানিয়ে এই মাসে ছয় লাখ টাকা ইনকাম- ( How to Make Money with Make Copy-paste Video)

NATURAL CURE এই চ্যানেলটি TEXT এর সাথে ভিডিও ক্লিপ এড করে ভিডিও বানায়। খুবই সিম্পল ভিডিও, কিন্তু তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা দেখুন -এই চ্যানেলটি প্রায় 30 লাখ মানুষ সাবস্ক্রাইব করেছে ।

এই চ্যানেলটি শুধু অ্যাড দেখিয়েই মাসে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করছে। এটার এফিলিয়েট এর কথা তো বাদই দিলাম। চ্যানেলটি এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এর চেয়েও বেশি ইনকাম করছে এতে কোন সন্দেহ নেই।

কিন্তু এর ভিডিও গুলো দেখুন। একদম সিম্পল। ভিডিও ক্লিপস এর উপরে ট্যাক্স দিয়ে ভিডিও বানিয়েছে সাথে আছে রোবটিক ভয়েস।

এই ভিডিওগুলো আপনি একটি ফ্রী সফটওয়্যার মাধ্যমে তৈরি করতে পারবেন খুব সহজেই। এখন নিশ্চয়ই জানতে চাইছেন সফটওয়্যার টির নাম কি?

সফটওয়্যারটির নাম হচ্ছে VIDNAMI । এই সফটওয়্যার দিয়ে এরকম ভিডিও বানাতে পারবেন। একটা 5 থেকে 10 মিনিটের ভিডিও বানাতে আপনার সময় লাগবে মাত্র 30 মিনিট।

এখন কথা হচ্ছে ভিডিও কনটেন্ট গুলো কোথায় পাবেন। অবিশ্বাস্ব কথা হচ্ছে, কন্টেন্টগুলাও (স্ক্রিপ্ট) আপনার তৈরি করতে হবে না। এগুলো আমরা সংগ্রহ করবো PLR সাইট থেকে।

আপনি যদি অল্প একটু পরিশ্রম করেন তাহলেই কিন্তু একটা স্মার্ট রেভিনিঊ করতে পারবেন এই ভিডিওগুলো থেকে।

এরকম ভিডিও বানিয়ে যদি আপনার নিজের ভয়েস দেন তাহলে আপনি ইউটিউবে মনিটাইজ করতে পারবেন। কিন্তু আপনি যদি রোবটিক ভয়েস দেন তাহলে ইউটিউব মনিটাইজ করবে না কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

যাই হোক আমি একটা পুরো প্রক্রিয়াটা একটা ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি এখানে দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *