Google Adsense কি বাংলা সাপোর্ট করে?

Google Adsense কি বাংলা সাপোর্ট করে?

আসসালামু আলাইকুম, আপনারা জেনে খুশি হবেন যে  এখন Google Adsense বাংলা support করে।  আর হ্যাঁ এটা সত্যি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে গুগল তাদের ব্লগে জানিয়েছে যে  এডসেন্স এখন বাংলা বুঝতে পারে।

এখন যদি আপনার কোন বাংলা Blog থাকে, তাহলে এডসেন্সের মাধ্যমে আপনার ব্লগ Monitize করতে পারবেন। 

 তারা বলছে , বাংলা  Content সংখ্যা তাড়াতাড়ি বেড়েই চলেছে, তাই তারা পাবলিশারদের সাপোর্ট করতে বাংলাতে গুগল এডসেন্স  চালু করছে ।

Google Adsense কি?

Google adsense হচ্ছে একটি বিজ্ঞাপন সার্ভিস  যার দ্বারা  পাবলিশাররা ব্লগ এবং ইউটিউবে  গুগলের বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারে ।

সোজা কথায় গুগল এডসেন্স হচ্ছে Advertising Network যার দ্বারা চ্যানেলের পাবলিশাররা আয় করতে পারে। 

প্রথমত অ্যাডভারটাইজারা গুগোল আবেদন করে তাদের  পণ্য দেখানোর জন্য। তারপর সেটি একসেপ্ট হয়, পাবলিশাররা এই বিজ্ঞাপনটি তাদের ব্লগ বা ইউটিউব চ্যানেল দেখাতে পারে।

গুগোল অ্যাডসেন্সে আবেদন করার আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। 

১ম শর্ত হচ্ছে আপনাকে ব্লগ অথবা একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে।

দ্বিতীয় শর্তটি হচ্ছে আপনার ব্লগে প্রচুর পরিমাণ কনটেন্ট থাকতে হবে। 

এই শর্তগুলো পূরণ করে যদি আপনি গুগলে আপনার এডসেন্স আবেদনটি করেন তাহলে খুব সহজেই আপনি এডসেন্স পেয়ে যাবেন। 

আরো পড়ুন

৯টি গুরুত্বপূর্ন এসইও টিপস

ব্লগ লিখে আয় করার সেরা ৪ টি সহজ উপায়

অনলাইন ইনকামঃ অনলাইন থেকে টাকা আয় করার সেরা উপায়

অ্যাডসেন্সে আপনি কত টাকা আয় করতে পারবেন?

অ্যাডসেন্সে আপনি কত টাকা আয় করবেন তা ডিপেন্ড করে আসলে আপনি কোন নিস নিয়ে কাজ করছেন আপনার ল্যাঙ্গুয়েজ কোনটি এবং আপনি কোন লোকেশন এর উপর কাজ করছেন। 

যদি আপনি ইংলিশ কনটেন্ট নিয়ে কাজ করেন এবং আপনার ভিজিটর যদি হয় ইউএসএর হয় তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। 

কিন্তু আপনি যদি বাংলা কনটেন্ট নিয়ে কাজ করেন তাহলে টিভিএস এর তুলনায় অনেক কম টাকা অর্জন করতে পারবেন।

উদাহরণস্বরূপ আপনি যদি হেলথ রিলেটেড ইংলিশ Content লেখেন এবং আপনার Audiance যদি USA এর হয়, তাহলে আপনি প্রতি 1000 ভিজিটে 40 থেকে 80 ডলার ইনকাম করতে পারবেন ।

কিভাবে গুগল এডসেন্স আপনার ব্লগে পাবলিশ করবেন? 

গুগল এডসেন্স যদি আপনাকে অনুমতি দেয় অ্যাড ব্যবহারের জন্য তাহলে আপনাকে গুগল এডসেন্সের ওয়েবসাইটে যেতে হবে। 

সেখানে আপনি অনেক ধরনের এড দেখতে পারবেন। 

এইসব এড এর জাভাস্ক্রিপ্ট কোডগুলো নিতে হবে এবং তারপর এই কোড গুলো আপনার ব্লগে পাবলিশ করতে হবে। 

জাভাস্ক্রিপ্ট কোডগুলো আপনার ব্লগের সাইডবারে আপনার ব্লগের ফুটারে ব্যবহার করতে হবে। 

আর আপনি যদি এসব ঝামেলায় জড়াতে না চান তাহলে গুগলের আরেকটি অ্যাড

টাইপ  রয়েছে যাকে বলা অটো এড।

অটো এড ব্যবহারের জন্য আপনাকে শুধুমাত্র একটি জাভাস্ক্রিপ্ট কোড কপি করতে হবে এবং সেটি আপনি আপনার ব্লগের যে পেইজে ব্যবহার করতে চান সেই পেজের হেড সেকশনে পেস্ট করতে হবে 

এই কোডটি পেস্ট করার পর 24 ঘন্টার ভিতরে আপনার সাইটে এড দেখা শুরু হবে। 

গুগোল অ্যাডসেন্সে কিভাবে টাকা আয় হয়?

এতক্ষণ জানলাম আমরা কিভাবে গুগল এডসেন্সে এড দিতে হয়। 

এখন আমরা জানবো আসলে কিভাবে গুগল এডসেন্স দিয়ে টাকা ইনকাম হয়। 

আপনার ব্লগে যখন ভিজিটর আসে শুরু করবে তখন ভিজিটররা অ্যাড দেখতে পারবে। 

সেই অ্যাডগুলোতে যদি ভিজিটররা ক্লিক করে তাহলেই আপনি ইনকাম করতে পারবেন। 

প্রতি ক্লিকে আপনি 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। এটি মূলত ডিপেন্ড করে আপনার নিজ কনটেন্ট এবং লোকেশন এর উপরে। 

এছাড়া  Google Adsense আপনাকে প্রতি হাজার View জন্য টাকা দেবে। এটিই হতে পারে 5 ডলার থেকে একশ ডলার পর্যন্ত। 

কিভাবে গুগোল অ্যাডসেন্সে আপনারাই Income দেখবেন? 

অনেক সুন্দর একটি প্রশ্ন। Google Adsense income দেখতে হলে আপনাকে গুগল এডসেন্সের app অথবা গুগল এডসেন্স এর ওয়েবসাইটে যেতে হবে। 

সেখানে গেলে প্রথম যে পেইজটি দেখতে পাবেন তাকে বলা হয় ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনি কত view হয়েছে, কত টাকা আয় করলেন সবই দেখতে পারবেন।

শেষ কিছু কথা। 

আপনি যদি বাংলা ব্লগ নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে আমি কিছু পরামর্শ দিতে চাই। 

বাংলা ব্লগের কাজ করলে ইনকাম অনেক কম ইংলিশ ব্লগ এর তুলনায়। 

কারণ Online Advertising এখনো বাংলাদেশের তেমনটা জনপ্রিয়তা পায়নি। 

কিন্তু আশার কথা হচ্ছে দিন দিন অনলাইন এডভার্টাইজিং এর সংখা বাংলাদেশ বেড়েই চলেছে। আর অনলাইনে এডভার্টাইজিং যত বাড়বে তত ব্লগারদের  অ্যাডসেন্স ইনকাম বাড়বে।

ইনকাম কম হলেও বাংলা ব্লগের প্রতিযোগিতা অনেক কম ।

তাই আপনি খুব সহজে গুগোলে আপনার বাংলা কিওয়ার্ড রাঙ্ক করাতে পারবেন। 

আপনার ব্লগে যদি আপনি প্রথম কিছুদিন কঠোর পরিশ্রম করেন তাহলে খুব তাড়াতাড়িই আপনার ব্লগে আয় হওয়া শুরু হবে। 

প্রতিমাসে 5 লাখ ভিজিটর আনতে পারেন তাহলে আপনি প্রতিমাসে বাংলা ব্লগ থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। 

আপনার প্রতি আমার সাজেশন হচ্ছে আপনি একটি সুন্দর ব্লগ তৈরি করেন। ভাল কনটেন্ট তৈরি করেন। কমপক্ষে 100 ব্লগপোস্ট লিখেন তারপর দেখুন ম্যাজিক। আপনি প্রতিমাসে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। 

আজকে এ পর্যন্তই। আশা করি এই ব্লগ পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এ পোস্টটি যদি ভালো লাগে, প্লিজ এই পোষ্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। ধন্যবাদ

৯টি গুরুত্বপূর্ন এসইও টিপস

ব্লগ লিখে আয় করার সেরা ৪ টি সহজ উপায়

অনলাইন ইনকামঃ অনলাইন থেকে টাকা আয় করার সেরা উপায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *